মাটি ভিজে থাকায় শীতে ফল ও সবজি চাষ তুলনামূলক সহজ

শীতে নিজের বাগানেই ফলিয়ে নিতে পারেন কিছু ফল ও সবজি

এই তালিকায় রাখতে পারেন সরিষা

শীতে ভাল মাটিতে সহজেই সরিষা ফলানো যায়। ২-৩ সপ্তাহেই একাজ সম্ভব। সরিষা স্বাস্থ্যের পক্ষে উপকারীও

পিঁয়াজ-কলিও ফলানো যেতে পারে শীতে

বাড়ির বাগানেই এর চারা বপন করতে পারেন। নিয়মিত জল দিন। কারণ, উর্বর মাটিতে খুব দ্রুত বেড়ে ওঠে এই গাছ

বাগানের ভিজে মাটিতে ফলাতে পারেন টোম্যাটোও

তবে, বেড়ে উঠতে খুব অল্পই জলের প্রয়োজন পড়ে । বাগানে টোম্যাটো চাষ করলে পর্যাপ্ত সূর্যালোকও পাওয়া যায়

শীতে ব্লুবেরি, স্ট্রবেরি ও ব়্যাসপবেরি ফলানো যেতে পারে

তিন ধরনের বেরি চাষের জন্য সার ও মাটির প্রয়োজন পড়ে। বীজ বপন করে নিয়মিত জল দিন সেই মাটিতে