জন্মদিনের আগেই মোমবাতিতে ফুঁ.. উদযাপনে মাতলেন ঋতাভরী চক্রবর্তী আপাতত লাস ভেগাসে রয়েছেন ঋতাভরী, আর সেখানেই তিনি উদযাপন করলেন আগাম জন্মদিন বন্ধুদের সঙ্গে ঋতাভরী মাতলেন উদযাপনে, যদিও তাঁর জন্মদিন ২৬ জুন। সদ্য লন্ডন থেকে ছবির শ্যুটিং করে ফিরেছিলেন ঋতাভরী, যদিও তাঁর জন্মদিন কাটবে বিদেশেই। ঋতাভরী সবসময়েই জীবনের প্রত্যেক মুহূর্তকে উপভোগ করতে ভালবাসেন। ছুটি পেলে যেমন তিনি বেরিয়ে পড়েন সফরে, তেমনই আবার শ্যুটিংয়ের মধ্যেও খুঁজে নেন ভাললাগার বিষয়গুলি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋতাভরীর নতুন ছবি 'ফাটাফাটি' সদ্য জিতু কমলের সঙ্গে আপনজন ছবির শ্যুটিং শেষ করেছেন ঋতাভরী