'ভাই হারালে ভাই পাওয়া যায় না, বউ হারালে বউ কি পাওয়া যায়?' প্রেমের জটিলতা এবং সেই জট ছাড়াতে গিয়ে দেদার হাসি মজা হুল্লোড় নিয়ে হাজির 'Wরং মিলান্তি'। হয়ে গেল ওয়েব সিরিজের প্রিমিয়ারও। নতুন ধরনের এই ওয়েব সিরিজ নিয়ে এসেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'। এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে শুভাঞ্জন বসু। অভিনয় করতে দেখা যাবে সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেবকে। শিলিগুড়ির ছাপোষা ভাল ছেলে সূর্য। চাকরি করছে, ভাল টাকা আয় করছে, বাবা মাকে সুখে রাখছে। কিন্তু জীবনে তার একটাই সমস্যা, সে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো। পাচ্ছে না বলাটা হয়তো ভুল কারণ এর আগে ৬৭টা বিয়ে বাতিল হয়েছে তার। আর এই বিয়ে ভেস্তে দেওয়ার নেপথ্যে প্রধান কারিগর ওর বন্ধু শাওন। দুই বন্ধুর 'ব্যাচেলর' জীবন শেষ হয়ে যাওয়ার ভয়ে সে কিছুতেই বিয়ে করতে দিতে চায় না সূর্যকে। অন্যদিকে কার্শিয়াঙে তখন জাঁদরেল পুলিশ অফিসার কর্নেল সেনগুপ্ত কলকাতা থেকে ফিরিয়ে নিয়ে এনেছেন বড় মেয়ে হিয়াকে। সবশেষে পাকা দেখা ঠিক হল সূর্য আর হিয়ার। কিন্তু হিয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই এই বিয়েটা করার। আসল সমস্যা শুরু হয় যখন ধীরে ধীরে শাওন পড়ে হিয়ার প্রেমে। তারপর? বন্ধুত্ব না প্রেম, কোনটা বাঁচাবে সে?