হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। ৩১ জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে আয়কর রিটার্ন।
আপনি যদি এখনও ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (TDS)রিটার্ন ফাইল করতে ভুলে গিয়ে থাকেন, তাহলে দেরির জন্য দিতে হতে পারে মোটা টাকা জরিমানা।
আপনি যদি কোনও কারণে ৩১ জুলাইয়ের মধ্যে TDS রিটার্ন দাখিল না করেন, তাহলে আয়কর বিভাগ (Income Tax)আপনার থেকে এরজন্য লেট ফি নেবে।
এ ছাড়াও টাকার অঙ্ক অনুসারে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে Income Tax Department।
ITR-এর নিয়ম অনুসারে, আপনাকে প্রতি ত্রৈমাসিকে টিডিএস রিটার্ন ফাইল করতে হবে। টিডিএস রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১শে জুলাই।
প্রতি ত্রৈমাসিক শেষে আগামী মাসের শেষ তারিখের মধ্যে TDS রিটার্ন দাখিল করার নিয়ম।
এতে নিয়োগকর্তার কর্মচারীর জন্য দেওয়া করের বিস্তারিত বিবরণ থাকে।
এ ছাড়াও করদাতারা ফর্ম 26AS এর মাধ্যমে তাদের TDS, TCS-এর অগ্রিম কর মূল্যায়ন করতে পারেন।