কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৭০ জন।

নতুন বুলেটিন অনুযায়ী দেশে বেড়েছে কোভিড পজিটিভিটি রেট। এখন ১.০৩ শতাংশ।

আইআইটি কানপুরের একদন গবেষকের দাবি ছিল জুনেই ভারতে হানা দেবে কোভিডের চতুর্থ ঢেউ।

উদ্বেগ বাড়িয়ে রিপোর্টে বলা হয়েছে, অগাস্টের মাঝামাঝিতে চূড়োয় পৌঁছে যেতে পারে সংক্রমণ।

করোনার চতুর্থ ঢেউয়ের তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত!

করোনার চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে আফ্রিকার জিম্বাবোয়ের সঙ্গে ভারতের মিল পাচ্ছেন গবেষকরা।

গবেষণার রিপোর্টে বলা হয়েছে, ভ্যাকসিনেশন, বুস্টার ডোজের উপর পরিস্থিতি অনেকটা নির্ভর করছে।

তবে বিভিন্ন রিপোর্টে নিয়মিত শরীরচর্চার ওপর জোর দেওয়া হয়।

এতে কোভিড পরবর্তী সমস্যা থেকে হওয়া ডায়াবেটিস এবং ডিপ্রেসন থেকে মুক্তি মিলতে পারে।

পেনিংটন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর জল কিরওয়ান জানান, সুস্থ শরীরের জন্য ব্যায়াম জরুরি।