ওপেনে নেমে বড় রানের খোঁজে থাকবেন কে এল রাহুল

আইপিএল দুর্দান্ত গিয়েছিল, ফের ভারতে জ্বলে ওঠার অপেক্ষা রাবাডার

শেষ আইপিএল জয়ী দলের তারকা ব্যাটার, কিলার মিলার মানেই বিধ্বংসী ব্যাটিং

২১ বছরের তরুণ ট্রিস্টান স্টাবস বিগ হিটিংয়ের জন্য বিখ্যাত

অজি সিরিজ ভাল যায়নি, ছন্দ ফিরে পাওয়ার লড়াই হর্ষলের

ভুবনেশ্বর কুমার না থাকায় দীপক চাহারকে সুযোগ দেওয়া হতে পারে আসন্ন সিরিজে

ওপেনিংয়ে প্রোটিয়া শিবিরের ভরসা কুইন্টন ডি কক

অজি সিরিজে ভারতের নায়ক, বল হাতে ভেলকি দেখিয়েই চলেছেন অক্ষর পটেল

যুজবেন্দ্র চাহাল রয়েছেন তালিকায়, লেগস্পিনে বাজিমাত করতে পারেন মাঝের ওভারগুলোয়

অবশ্যই যশপ্রীত বুমরা, শেষ ম্যাচে ৪ ওভারে ৫০ রান খরচ করেছেন, তাঁর দিকেও নজর থাকবে