শহরে পা রাখলেন ঝুলন গোস্বামী

বিমানবন্দরে অনেক খুদে এসেছিলেন ঝুলনকে বরণ করে নিতে

পোস্টার সহ ঝুলনকে বরণ করতে এসেছিলেন অনেকে

২০৪ ওয়ান ডে ম্যাচে ২৫৫ উইকেট, ১২টি টেস্টে ৪৪টি উইকেট

বিমানবন্দর থেকে ঝুলন বেরিয়ে আসতেই পুষ্পবৃষ্টি শুরু হয়

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ঝুলনের হাতে পুষ্পস্তবক তুলে দেন

সিএবির তরফে পরেও ঝুলনকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়েছে

কেরিয়ারের প্রথম ম্যাচ , শেষ ম্যাচ ও ২০১৭ বিশ্বকাপ স্মরণীয়

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন ঝুলন

সর্বকালের অন্যতম সেরা মহিলা পেসার হিসেবে মনে করা হয় ঝুলন গোস্বামীকে