সস্তায় মোবাইল ডেটা দেওয়ার নিরিখে বিশ্বের ৫ নম্বরে স্থান পেয়েছে ভারত।

cable.co.uk এর রিপোর্ট বলছে এই কথা। যেখানে সস্তায় মোবাইল দেওয়ার নিরিখে প্রথমে রয়েছে ইজরায়েলের নাম।

ইজরায়েলে ১ জিবি ডেটার গড় মূল্য ০.০৪ ডলার। তার পরে রয়েছে ইতালি। যার ১ জিবি ডেটার গড় দাম ০.১২ ডলার।

এরপর রয়েছে সান মারিনোর নাম। যেখানে ০.১৪ ডলারে ১ জিবি গড় ডেটা দেওয়া হয়। চতুর্থ স্থানে রয়েছে ফিজি।

পঞ্চম স্থানে রয়েছে ভারত, যেখানে এক জিবি গড় ডেটার মূল্য পড়ে ০.১৭ ডলার।

অন্যান্য দেশের সাথে তুলনা করলে ভারতে জনসংখ্যায় ইন্টারনেটের ব্যবহারের কথা মাথায় রেখেই মোবাইল ডেটার খরচ কম রাখা হয়েছে।

অন্যদিকে, এমন পাঁচটি জায়গা রয়েছে, যেখানে মোবাইল ডেটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল। যেখানে গড়ে এক জিবি ডেটার জন্য অনেক খরচ করতে হয় ক্রেতাকে।

এরকম একটি জায়গার মধ্যে রয়েছে সেন্ট হেলেনার নাম, যেখানে এক ডিবি ডেটার দাম ৪১.০৬ ডলার। দামের নিরিখে সবার ওপরে রয়েছে এই দ্বীপের নাম।

রিপোর্ট বলছে, বিশ্বের শীর্ষ ২০টি সস্তা মোবাইল ডেটা সরবরাহকারীর এক তৃতীয়াংশ এশিয়ান দেশগুলিতে রয়েছে।