পূজারার শততম টেস্টে প্রথমে টসে জিতে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ওয়ার্নারকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শামি লাবুশেন (১৮) ও স্মিথ (০) ব্যাট হাতে ব্যর্থ হন খাওয়াজা লড়াই চালান, ৮১ করেন তিনি ১৬৮তে ৬ উইকেট হারানোর পর লড়াই চালান হ্যান্ডস্কম্ব, কামিন্স ৫৯ রানের পার্টনারশিপের পর এক ওভারে দুই সাফল্য পান জাডেজা হ্যান্ডস্কম্ব শেষমেশ ৭২ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়া ২৬৩ রানে অল আউট হয়ে যায়, ৪ উইকেট নেন শামি ভারত দিনের শেষে ২১/০ এই দিনই দ্রততম ভারতীয় হিসাবে ২৫০ টেস্ট ও ২৫০০ রান করার মাইলফলক স্পর্শ করেন জাডেজা