গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছিল

২৬ জন নিরীহ সাধারণ মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে খুন করেছিল জঙ্গিরা

পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকে কড়া বার্তা দিয়েছিলেন

তিনি বলেছিলেন, 'যারা সিঁদুর মুছে দিতে আসবে, তাদেরও মুছে যেতে হবে, এটা নিশ্চিত'

'প্রত্যেক জঙ্গিকে খুঁজে বার করবে ভারত, আর উপযুক্ত শাস্তি দেওয়া হবে তাদের'

'কেউ নিজের সন্তানকে হারিয়েছে, কেউ নিজের ছেলেকে, কেউ নিজের স্বামীকে, এই দুঃখ গোটা দেশের'

'সন্ত্রাসবাদীরা জেনে রাখুক, মোদির সঙ্গে মোকাবিলা করা সহজ নয়'

'গুলির জবাব এবার ভারত গুলিতেই দেবে, কাউকে রেয়াত করা হবে না'

সন্ত্রাসকে এবার উপড়ে ফেলেছে ভারত, এটা অঙ্গীকার

'গোটা বিশ্বকে আমাদের সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার জন্য আহ্বান জানাচ্ছি'