১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে তৈরি সিনেমা '৮৩'-তে কপিল দেবকে এক ঝলক দেখা গিয়েছিল 'দিললাগি... ইয়ে দিললাগি', 'ইকবাল'-র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি সুনীল গাওস্কর মারাঠি সিনেমা 'সাভিল প্রেমাঞ্চি'তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এছাড়া 'মালামাল' নামক হিন্দি সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছিল শিখর ধবন 'ডবল এক্সএল' নামক সিনেমায় অভিনয় করেন সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি এই সিনেমায় শিখরের সঙ্গে ছিলেন ২০০২ সালে বিনোদ কাম্বলি 'অনর্থ' নামক সিনেমায় নিজের বলিউড অভিষেক ঘটান 'বেট্টানাগেরে' নামক কানাড়া সিনেমাতেও অভিনয় করেছেন তিনি 'পল পল দিল কে সাথ, 'খেল' নামক সিনেমায় অভিনয় করেছেন অজয় জাডেজা 'ঝলক দিখলা জা' নামক রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছেন তিনি