ট্রেনে সফর করার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়। নিয়মের অতিরিক্ত লাগেজ নিলেই জরিমানা দিতে হবে রেলে।
সেই ক্ষেত্রে আপনি কতটা লাগেজ নিতে পারবেন আগে, জেনে নিন এখানে।
আপনি বিমানে ভ্রমণ করলে বিনামূল্যে মাত্র কয়েক কেজি লাগেজ বহন করতে পারবেন। নির্দিষ্ট ওজনের বেশি লাগেজ বহন করলে লাগে অতিরিক্ত চার্জ।
এখন ট্রেনে ভ্রমণের সময়ও একই নিয়ম প্রযোজ্য।
এসি থার্ড ক্লাসের টিকিটে ৪০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
স্লিপার ক্লাসের যাত্রীরা ৪০ কেজি ও সেকেন্ড ক্লাসের যাত্রীরা ৩৫ কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবেন।
এ ছাড়াও যাত্রীরা তাদের সঙ্গে বগিতে 100CM×60CM×25CM (দৈর্ঘ্য×প্রস্থ×উচ্চতার) লাগেজ বহন করতে পারেন।
মনে রাখবেন, যাত্রীদের ব্যাগেজ কাউন্টারে নির্ধারিত ওজনের বেশি বহন করলে অতিরিক্ত টাকা দিতে হবে। তা না করলে যাত্রীদের ৬ গুণ পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।