টানা দু'দিনের বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। তার উপরে নতুন ভোগান্তির পূর্বাভাস আবহাওয়া দফতরের। দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বাণিজ্যনগরীতে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বর্ষণের জেরে দু'জন জখম, তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত বাণিজ্যনগরীতে। বন্যাপ্রবণ এলাকা থেকে এর মধ্যেই অন্তত সাড়ে তিন হাজার জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত কালই মুম্বইয়ের পওয়াই লেক উপচে যায় বর্ষণের ধাক্কায়। বাণিজ্যনগরীর অন্তত ২৫টি এলাকা জলমগ্ন, জানাচ্ছে পুরসভা। পরিস্থিতির দিকে কড়া নজর মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। কিন্তু এর মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাসে অশনি সঙ্কেত। জলমগ্নতার জেরে এদিন বাণিজ্যনগরীর বেশ কিছু অংশে যান চলাচল ধাক্কা খায়। এর পর বৃষ্টি হলে কী হবে তাই নিয়েই চিন্তায় অনেকে।