ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ভারতে লঞ্চ হতে চলেছে ২৯ জুলাই। লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ইনফিনিক্সের এই ফোন। এই ফোনে একটি ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে একটি এলইডি ফ্ল্যাশও থাকতে পারে। তবে ডুয়াল রেয়ার ক্যামেরায় কত মেগাপিক্সেলের কী সেনসর থাকতে পারে তা জানা যায়নি। ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস এই ফোনের দাম ভারতে কত হতে পারে তা এখনও জানা যায়নি। ইনফিনিক্সের আসন্ন ফোনের সম্পর্কেও বিশেষ তথ্য প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে এই ফোন লঞ্চ হয়েছিল নাইজিরিয়ায়।