শহর থেকে গ্রাম- যে বিপদের কথা প্রায়শই শোনা যায়। তার মধ্যে অন্যতম অগ্নিকাণ্ড।

কোথাও দাবানল, কোথাও বসতবাড়ি, কখনও কারখানা।

অগ্নিকাণ্ডের কবল থেকে জীবন হোক বা সম্পত্তি, যে কোনওকিছু বাঁচানোর জন্য ভরসা দমকলকর্মী।

পুলিশ বা সেনার মতোই এটিও একটি আপৎকালীন পরিষেবা এবং ভীষণই ঝুঁকিবহুল।

দমকলকর্মীদের জন্য়ও একটি বিশেষ দিন রয়েছে। আজ ৪ মে আন্তর্জাতিক দমকলকর্মী দিবস।

এটি শুরু হওয়ার ইতিহাস বড়ই করুণ। ১৯৯৮ সালের ডিসেম্বর, অস্ট্রেলিয়ায় একটি ভয়াবহ দাবানলে ৫ জন দমকলকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়।

সেই লড়াইয়ের কথা স্মরণে রেখে এই পেশাকে সম্মান জানাতে ১৯৯৯ সালে বিশ্বের সর্বত্র একটি ই-মেল পাঠানো হয়।

সেখানেই আন্তর্জাতিক দমকলকর্মী দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

তখন থেকে ৪মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক দমকলকর্মী দিবস।

এর চিহ্ন ৫ সেমি লম্বা লাল ও নীল রিবন। লাল রং আগুন ও নীল জলের প্রতীক।