প্রতিবছর ২৭ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মেরু ভালুক দিবস বিশ্ব উষ্ণায়নে মেরু ভালুকের অস্তিত্ব সঙ্কটে IUCN-তালিকায় সঙ্কটাপন্ন (vulnerable) প্রজাতির অন্তর্ভুক্ত এখন বিশ্বে মেরু ভালুকের সংখ্যা ২৬ হাজার। ১৯টি এলাকায় বিভক্ত তাদের বাসস্থান। আয়তনে বিশাল হয় মেরু ভালুক। বিশ্বের বৃহত্তম মাংশাসী প্রাণী। মেরু ভালুককে সামুদ্রিক স্তন্যপায়ীদের (Marine Mammals) শ্রেণিতে ফেলা হয়। ধবধবে সাদা পশমে ঢাকা থাকে মেরু ভালুকের দেহ। কিন্তু আদতে ওই ভালুকের ত্বক ঘন কালো রঙের। অসম্ভব দক্ষ সাঁতারু এই প্রাণী। পিছনের পা রাডারের মতো কাজ করে। দুরন্ত ঘ্রাণশক্তির অধিকারী। বরফের আস্তরণ পেরিয়েও এরা শিকারের গন্ধ পায়। একটি মেরু ভালুকের জীবনের অর্ধেক সময় শিকারের পিছনেই খরচ হয়। মূলত সিল এদের প্রিয় শিকার।