বাঁধাকপি বেশি খেলে কী সমস্যা ?

Published by: ABP Ananda
Image Source: Pixabay

শীতকালের খুব চেনা সবজি বাঁধাকপি।

Image Source: Pixabay

অনেকেই মনে করেন বাঁধাকপি বেশি খেলে সমস্যা দেখা যায়।

Image Source: Pixabay

বাঁধাকপি খেলে মানুষ কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন না।

Image Source: Pixabay

তবে ঠিকভাবে একে রান্না না করলে সমস্যা হতে পারে।

Image Source: Pixabay

বাঁধাকপিতে থাকতে পারে ফিতাকৃমি।

Image Source: Pixabay

এই ফিতাকৃমি আমাদের শরীরে ঢুকলে মস্তিষ্কেও চলে যেতে পারে।

Image Source: Pixabay

এর কারণেই নানারকম সমস্যা দেখা যায়।

Image Source: Pixabay

এতে থাকে রেফিনোজ নামের একটি উপাদান।

তাই এটি পাচনে অনেক দেরি হয়।

Image Source: Pixabay