আইপিএলের সর্বাধিক উইকেট শিকারির তালিকায় রয়েছেন অমিত মিশ্রা


তালিকায় শীর্ষে রয়েছেন ডোয়েন ব্র্যাভো, ঝুলিতে ১৮১ উইকেট

চলতি আইপিএলের সর্বাধিক উইকেট শিকারি যুজবেন্দ্র চাহাল

১৫৪ ম্যাচে ১৬৬ উইকেটের মালিক অমিত মিশ্রা

১২১ ম্যাচে ১৫৭ উইকেটের মালিক চাহাল

প্রাক্তন লেগি পীযুশ চাওলা ১৫৭ উইকেট নিয়েছেন

মালিঙ্গ চলতি মরসুমের আগে পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন

চেন্নাই সুপার কিংসের ডেথ ওভার স্পেশালিস্ট ব্র্যাভো

কলকাতা ও চেন্নাইয়ের হয়ে খেলেছেন পীযুশ চাওলা

১৭০ উইকেটের মালিক প্রাক্তন এই লঙ্কা পেসার