বাংলার ধারাবাহিক 'লালকুঠি'-র সৌজন্যে জুটি বাঁধছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায়

আগামী ২ তারিখ থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক

প্রধান দুই নায়ক নায়িকার নাম অনামিকা ও বিক্রম

দুই পরিবারের সম্পর্ক, প্রেম, গল্পের শুরুতে এই নিয়েই ধারাবাহিকের শুরু।

কিন্তু বিক্রমের বাড়ি 'লালকুঠি' তে পা দিয়েই বদলে যায় অনামিকার জীবন

এই বাড়ির মধ্যে যেন কী একটা আছে। প্রশ্ন করেও কোনও উত্তর পায় না অনামিকা

বারে বারে অনামিকার মনে হতে থাকে, তার জীবন বিপন্ন। কিছুতে যেন ভয় পেয়েছে সে

এমনকি বিক্রমকে জানিয়েও কোনও সুফল পায় না সে।

বরং তাঁর মনে হতে থাকে, বিক্রমের অতীতেও যেন কোনও একটা ঘটনা আছে যা সে লুকিয়েছে অনামিকার থেকে


রহস্য সমাধান করার চেষ্টা শুরু করে অনামিকা।