দার্জিলিং। বাঙালির কাছে চিরদিনের অমোঘ আকর্ষণ। গরমের ছুটির এভারগ্রিন ডেস্টিনেশন এই পাহাড়ের আকর্ষণ অনেক। তালিকার প্রথমেই থাকে টয়ট্রেন। টয়ট্রেনে চেপেই ঘুরে আসা যায় দার্জিলিং ও ঘুম স্টেশনের মাঝে বাতাসিয়া লুপে। পাহাড়ের অন্যতম অমোঘ আকর্ষণ দার্জিলিং চিড়িয়াখানা। একটু দূরেই লামাহাটা, পাইনের ভিড়ে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য দার্জিলিং থেকেই গাড়িতে যাওয়া যাবে মিরিক লেক, তালিকায় থাকবেই একদিন কষ্ট করে ভোরবেলায় উঠতেই হবে অন্তত টাইগার হিলের জন্য কাছেই রয়েছে কালিম্পংয়ের ডেলো, ঘোরার তালিকায় থাকে এটাও লাভার্স মিট ভিউ পয়েন্ট, কালিম্পংয়ের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের ডারপিন মনাষ্ট্রিতেও। ছবি সূত্র: পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের ওয়েবসাইট