চাহালের ঘূর্ণিতে আউট ধোনি, হার মানল তাঁর দলও দুরন্ত ৯৩ রান করেও ম্যাচ জেতাতে পারলেন না মঈন আলি রাজস্থানে হয়ে ওপেনিংয়ে ৫৯ রানের ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান যশস্বী প্রথমে ব্যাট করে ১৫০ রান বোর্ডে তুলে নিয়েছিল চেন্নাই জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় রাজস্থান নজর কাড়লেন সিএসকের তরুণ বোলাররা বল হাতে ১ উইকেট নিয়েছিলেন, পরে ব্যাট হাতে অপরাজিত ৪০ হাঁকালেন অশ্বিন প্লে অফের দৌড়ে লখনউকে টেক্কা দিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে এখন রাজস্থান ইডেনে ২৪ মে গুজরাতের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস