৩ উইকেট নিয়েও দলকে জেতাতে পারলেন না অর্শদীপ সিংহ ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন লিভিংস্টোন, ফিরিয়েছিলেন ওয়ার্নারকে তবে মিচেল মার্শের দুরন্ত ৬৩-তে ভর করে ১৫৯ বোর্ডে তোলে দিল্লি ক্যাপিটালস শার্দুলদের বোলিং দপটে ১৪২-এ শেষ হয় পাঞ্জাবের ইনিংস কুলদীপ লিভিংস্টোনকে ফিরিয়ে পাঞ্জাবের আশায় জল ঢেলে দেন ৪৪ রান করে লড়াই করেছিলেন জীতেশ শর্মা, যদিও তা কাজে এল না আইপিএল কেরিয়ারে ১০০ উইকেটের মালিক হলেন অক্ষর পটেল ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে নিল দিল্লি, নেট রান রেট +০.২৫৫ পয়েন্ট টেবিলে চার নম্বর স্থানে উঠে এল দিল্লি ক্যাপিটালস এই ম্যাচ হেরে পাঞ্জাবের প্লে অফের রাস্তাও প্রায় বন্ধ হয়ে গেল বলাই যায়