নিলামের টেবিল থেকে তাঁকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিংহ ধোনিদের দলের অন্যতম সেরা অস্ত্র তিনি কিন্তু ইংল্যান্ডের মহাতারকা সেই বেন স্টোকস পুরো আইপিএল খেলতে পারবেন না সূত্রের খবর, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ও চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের জন্য প্রস্তুতি সারতে দেশে ফিরে যাবেন বেন স্টোকস ফলে আইপিএলের শেষ লগ্নে তাঁকে হয়তো পাবে না সিএসকে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক স্টোকস বুধবার জানিয়েছেন, লর্ডসে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রস্তুতি সারতে চান ভালভাবে আর সেক্ষেত্রে আইপিএলের চূড়ান্ত পর্বে পাওয়া যাবে না স্টোকসকে আইপিএলের পাঁচটি মরসুম মিলিয়ে ৪৩টি ম্যাচ খেলেছেন স্টোকস ২০২১ সালের পর আর আইপিএলে দেখা যায়নি স্টোকসকে রাজস্থান রয়্যালসের হয়ে ২০২১ আইপিএলের প্রথম ম্যাচে আঙুল ভেঙেছিল স্টোকসের