ক্রিস গেল ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭৫ করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

প্রথম আইপিএলের প্রথম ম্যাচেই কেকেআরের হয়ে আরসিবির বিরুদ্ধে ব্রেন্ডন ম্যাকালাম করেছিলেন ১৫৮। তালিকায় দু'নম্বরে।

এ বি ডিভিলিয়ার্স আইপিএলে ১৩৩ রান করেছিলেন। তালিকায় তৃতীয়।

আইপিএলে ১৩২ রানের ইনিংস রয়েছে কে এল রাহুলের। তালিকায় তিনি চতুর্থ।

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সমালোচিতও হন কখনও কখনও। ঋষভ পন্থের আইপিএলে সর্বোচ্চ স্কোর ১২৮ রান। তালিকায় পঞ্চম।

আইপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় ছ'নম্বরে রয়েছে এম বিজয়। ১২৭ রানের ইনিংস রয়েছে তাঁর।

আইপিএলে ১৪৩ ম্যাচ খেলা হয়ে গিয়েছে ডেভিড ওয়ার্নারের। এক ইনিংসে ১২৬ রান করেছিলেন।

আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আট নম্বরে রয়েছে জস বাটলার। তাঁর সর্বোচ্চ রান ১২৪।

বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। বীরেন্দ্র সহবাগের আইপিএলে সর্বোচ্চ স্কোর ১২২। তালিকায় নবম স্থানে।

পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে ১২০ রানের ইনিংস রয়েছে পল ভালঠাটির। তালিকায় দশ নম্বরে তিনি।