আজ, ৫ এপ্রিল ন্যাশনাল মেরিটাইম ডে। ভারতের প্রথম বাণিজ্যিক সমুদ্রযাত্রাকে স্মরণ করে দিনটি পালিত হয়।

প্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশে ভিনদেশে বাণিজ্যের জন্য সমুদ্রপথ ব্যবহার হয়েছে।

১৯৬৪ সালে প্রথম পালন হয়। ১৯১৯ সালে এই দিনে ভারত থেকে ইংল্যান্ডে যাত্রা করেছিল ভারতীয় সংস্থার জাহাজ।

এই বছর, ২০২২ সালে ৫৯তম ন্যাশনাল মেরিটাইম দিবস পালিত হয়েছে।

সমাজ-অর্থনীতিতে বড়সড় প্রভাব রয়েছে জলপথ পরিবহনের। প্রতিরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের বাণিজ্যের সিংহভাগ হয়ে থাকে সমুদ্রপথে। ফলে বাণিজ্যের উন্নতিতে এর অবদান অপরিসীম।

সামুদ্রিক বাণিজ্যের জন্য যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি সম্মান জানাতেই পালিত হয়ে থাকে দিনটি।

এই বছর থিম ছিল, সাসটেইনেবল শিপিং কোভিড-১৯

এই দিনটিতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'গত আট বছরে ভারতের এই ক্ষেত্রটি নতুন উচ্চতায় পৌঁছেছে।'

এই ক্ষেত্রে আরও উন্নতির জন্য ইতিমধ্যেই ভারত নিয়েছে Maritime India Vission 2030 প্রকল্প।