পাঞ্জাবের বিরুদ্ধে ৫৫ বলে ১৪১ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা
হায়দরাবাদের জার্সিতে দ্রুততম ১৯ বলে অর্ধশতরান হাঁকিয়েছেন অভিষেক
তিনবার কুড়ি বলের কম বল খেলে অর্ধশতরান হাঁকানোর নজির অভিষেকের, তালিকায় শীর্ষে পুরাণ (৪)
পঞ্চম দ্রুতত শতরান আইপিএলের ইতিহাসে, ৪০ বলে নজির গড়েছিলেন অভিষেক
সানরাইজার্সের জার্সিতে ব্য়ক্তিগত সর্বোচ্চ রানের মালিক এখন অভিষেক
ভারতীয় হিসেবে সর্বাধিক টি-টোয়েন্টি স্কোর অভিষেক শর্মার
চলতি আইপিএলের সবচেয়ে বড় ১০৬ মিটার ছক্কা হাঁকিয়েছেন অভিষেকই
হায়দরাবাদের জার্সিতে এক ইনিংসে সর্বাধিক ১০ ছক্কার মালক অভিষেক এখন
অভিষেকের ১৪১ রানের ইনিংসটি চতুর্থ সর্বােচ্চ ব্যক্তিগত স্কোর আইপিএলের ইতিহাসে