অস্ট্রেলিয়ার তারকা

বিধ্বংসী ব্যাটার ডেভিড ওয়ার্নার ভারতেও যথেষ্ট জনপ্রিয়

নেই আইপিএলে

এবার আইপিএলে কোনও দলই ওয়ার্নারকে নেওয়া নিয়ে আগ্রহ দেখায়নি

খেলবেন পাকিস্তানে

পাকিস্তান সুপার লিগ বা পিএসএলে করাচি কিংসে যোগ দিয়েছেন ওয়ার্নার

নেতৃত্বের দায়িত্বে

করাচি কিংসের অধিনায়ক হিসাবে দেখা যাবে ওয়ার্নারকে

পাক সাংবাদিকের খোঁচা

ওয়ার্নারকে এক পাকিস্তানি সাংবাদিক বলেন, ভারতে তাঁর বিরুদ্ধে বিষোদ্গার চলছে

পাকিস্তানে খেলায় ধিক্কৃত?

পাক সাংবাদিক ওয়ার্নারকে জানান, তিনি পিএসএলে খেলছেন বলে ভারত থেকে ঘৃণামূলক মন্তব্য করা হচ্ছে

উস্কানি ওয়ার্নারকে

ভারতের এহেন প্রচার নিয়ে ওয়ার্নার কী প্রতিক্রিয়া দেবেন, জানতে চান ওই সাংবাদিক

মুখের মতো জবাব

ওয়ার্নার সাফ জানিয়ে দেন, তিনি এরকম কোনও কথা শোনেননি ভারত থেকে

ভারত-প্রীতি

ভারতকে পছন্দ করেন ওয়ার্নার, বিভিন্ন ভারতীয় সিনেমার গানে নেচে রিল বানান

জিতেছেন আইপিএল

অধিনায়ক হিসাবে আইপিএল জেতার অভিজ্ঞতাও রয়েছে ওয়ার্নারের (ছবি - পিটিআই)