বাইশ গজের তারকা

কেকেআরের অন্যতম ম্যাচ উইনার রিঙ্কু সিংহ, খেলেছেন ভারতীয় দলেও

সাত পাকে বাঁধা পড়ছেন?

শোনা যাচ্ছে, বিয়ে ঠিকই হয়ে গিয়েছে বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিংহের

পাত্রী কে?

রিঙ্কু সিংহের হবু স্ত্রীর নাম প্রিয়া সরোজ

কী করেন?

পেশায় আইনজীবী প্রিয়া সরোজ, সুপ্রিম কোর্টে ওকালতিও করেছেন

সক্রিয় রাজনীতিবিদ

সমাজবাদী পার্টির সক্রিয় রাজনীতিবিদ প্রিয়া, নির্বাচনেও লড়েছেন

সাংসদ পাত্রী

সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ

চড়েন হেলিকপ্টার!

নির্বাচনী প্রচারের সময় হেলিকপ্টারে করে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে দেখা গিয়েছে প্রিয়াকে

আশীর্বাদ সম্পন্ন?

শোনা যাচ্ছে, আলিগড়ে দুই পরিবার ঘরোয়া অনুষ্ঠানে রিঙ্কু ও প্রিয়ার বাগদান সেরে রেখেছে

কোথায় পড়াশোনা?

নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক প্রিয়া সরোজ

বাবাও রাজনীতিতে

প্রিয়ার বাবা তুফানি সরোজও সমাজবাদী পার্টির তিনবারের সাংসদ (ছবি - পিটিআই ও প্রিয়া সরোজের এক্স)