১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এ মরশুমেই অবশেষে আইপিএল ট্রফি ঘরে তুলেছে আরসিবি।



তবে ট্রফি জয়ের পরের দিন দলের বিজয়োৎসব বদলে যায় বিষাদে।



চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন আরসিবি প্রাণ হারান, জখম হন একাধিক।



এই ঘটনা যাতে আর না ঘটে, সেইজন্য তৎপর বিসিসিআই।



বোর্ড কর্তারা সেই কারণেই শনিবার বিকেলে ভার্চুয়ালি এক বৈঠকে বসছেন।



এই বৈঠকে আইপিএলের বিজয়োৎসব নিয়ে কিছু নির্দেশিকা নির্ধারিত করার বিষয়ে আলোচনা হওয়ার কথা।



এতদিন পর্যন্ত কোনও দলের বিজয়োৎসব নিয়ে কোনওকিছু বোর্ড নির্ধারণ বা নিয়ন্ত্রণ করত না।



তবে বেঙ্গালুরুর ঘটনার পরেই এহেন পরিস্থিতি যেন আর না হয়, সেটা এড়াতে তৎপর ভারতীয় বোর্ড।



তাই আসন্ন বৈঠকে এই নিয়ে নির্দেশিকা তৈরির বিষয়ে আলোচনা করতে চায় বোর্ড।



তবে এই ঘটনার জেরে আরসিবিকে কোনওরকম নির্বাসনের মুখে পড়তে হবে না বলে পিটিআইকে এক বোর্ড কর্তা জানিয়ে দিয়েছেন।