গতবারের চ্যাম্পিয়ন

আইপিএলে এবার মুকুট রক্ষার লড়াই কলকাতা নাইট রাইডার্সের

শুরুতেই চাপে

তবে আইপিএলের শুরুর অর্ধ ভাল কাটেনি শাহরুখ খান-জুহি চাওলার দলের

জয় কম, হার বেশি

এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৪টিতে হেরেছে কেকেআর, জয় ৩ ম্যাচে

ঝুলিতে কত পয়েন্ট?

৭ ম্যাচের পর নাইটদের ঝুলিতে রয়েছে মাত্র ৬ পয়েন্ট

কাঁটা রান রেট

কয়েকটি ম্যাচ বড় ব্যবধানে হারের ফলে কেকেআরের নেট রান রেটও (০.৫৪৭) ভাল জায়গায় নেই

জটিল অঙ্ক

এখান থেকেও প্লে অফে ওঠার সুযোগ রয়েছে নাইটদের, তবে সামনে অঙ্ক বেশ কঠিন

ম্যাজিক ফিগার

প্লে অফে উঠতে গেলে ১৬ পয়েন্টকে মোটামুটি ম্যাজিক ফিগার ধরা হয়

কী সমীকরণ?

কেকেআরকে বাকি ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিততেই হবে

জটিল ধাঁধা

কেকেআর যদি বাকি ৭ ম্যাচের ৪টি জেতে, তাহলে গ্রুপ পর্ব শেষ করবে ১৪ পয়েন্টে

অন্যদের হাতে ভাগ্য?

সেক্ষেত্রে অন্য দলের ফলাফল আর রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআরকে (ছবি - পিটিআই)