শ্বশুর নামি ক্রিকেটার, বৌমা ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়
ইনায়ত রণধাওয়া সিধু, নেটিজেনদের মাঝে নয়া সেনসেশন
ইনায়তের জন্ম ও বেড়ে ওঠা পঞ্জাবের পাতিয়ালায়
ইনায়তের বাবা মনিন্দর রণধাওয়া প্রাক্তন সেনাকর্মী, এখন পঞ্জাবের নিরাপত্তা বিষয়ক দফতে কর্মরত
২০২৩ সালে করণ সিংহ সিধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইনায়ত
ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধুর পুত্রবধূ ইনায়ত
নভজ্যোৎ সিংহ সিধুকে আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাচ্ছে
বিভিন্ন পোস্টে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুনলেছেন ইনায়ত
ইনায়তের সব পোস্টই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়
ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম, ফেসবুক, সর্বত্রই প্রচুর মানুষ ফলো করেন ইনায়তকে (ছবি - ইনায়তের ইনস্টাগ্রাম)