তাঁর বয়স অনেকদিনই ৪০ পার করেছে। ফর্ম, ফিটনেস নিয়ে অনেক প্রশ্নচিহ্ন।



প্রায়শই মহেন্দ্র সিংহ ধোনির আইপিএল থেকে অবসর নিয়েও জল্পনা শোনা যায়।



তবে 'ক্লাস ইজ় পারমানেন্ট', এই কথাটা যে কতটা সত্যি, তা ৪৩-এও প্রতিনিয়তই প্রমাণ করছেন মাহি।



সোমবার, লখনউয়ের বিরুদ্ধেও ইতিহাসের পাতা উল্টে একেবারে ভিন্টেজ ধোনিকে দেখা গেল।



১১ বলে ২৬ রানের ইনিংস খেলে দলের ম্যাচের মোড় ঘুরিয়ে জয় এনে দেন ধোনি।



এই ইনিংসের সুবাদেই ধোনিকে এদিন ম্যাচের সেরা ঘোষণা করা হয়।



আইপিএল ইতিহাসে তিনিই সবথেকে বেশি বয়সে ম্যাচ সেরা হলেন।



এই ম্যাচেই কিপার ধোনিও ইতিহাস তৈরি করেন।



আয়ুষ বাদোনির স্টাম্পিং আইপিএলে ধোনির কিপার হিসাবে ২০০তম সাফল্য।



ধোনি বাদে আর কারুর দখলে উইকেটের পিছনে এতগুলি সাফল্য নেই।