এবারের আইপিএলে বেশিরভাগ ম্যাচই চোটের কারণে খেলতে পারেননি শিখর ধবন তিনি মাত্র ১২৫.৬১ গড়ে ১৫২ রান করেছেন তালিকায় শিখরের পরেও রয়েছেন আরেক পাঞ্জাব তারকা জীতেশ শর্মা জীতেশ মাত্র ১২৪.২৯ গড়ে ১৩৩ রান করেছেন গত মরশুমে সিএসকে জার্সিতে নবরূপে অজিঙ্ক রাহানেকে দেখেছিল ক্রিকেটবিশ্ব তবে এবার রাহানের স্ট্রাইক রেট মাত্র ১২০.১১ তালিকায় আরেক অভিজ্ঞ ব্যাটার ঋদ্ধিমান সাহাও রয়েছেন গুজরাত টাইটান্স তারকা ১১৮.২৯ গড়ে মাত্র ১৩৬ রান করেছেন এবার তালিকার শীর্ষেও আরেক পাঞ্জাব তারকা স্যাম কারান ইংল্যান্ড অলরাউন্ডারের এবারের মরশুমের ২০৭ রান এসেছে মাত্র ১১৬.২৯ স্ট্রাইক রেটে