মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন



এখন নিজের দলেই একঘরে রোহিত শর্মা



কেড়ে নেওয়া হয়েছে নেতৃত্ব



রোহিতকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে



রোহিতকে খেলানো হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে, শুধু ব্যাটিং করছেন



রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার জল্পনা তুঙ্গে



জল্পনা উস্কে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন রোহিত



কেকেআর সেই ভিডিও পোস্ট করেও বিতর্ক আটকাতে তা মুছে দেয়



শনিবার বৃষ্টিতে যখন ম্যাচ শুরু হয়নি, কেকেআর ড্রেসিংরুমের সামনে বসে আড্ডা দেন রোহিত



পরের মরশুমে তাঁর কেকেআরে যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরাল হল?