দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ০ রানে ফিরতেই লজ্জার একটি রেকর্ড করলেন দীনেশ কার্তিক



আরসিবি তারকাই সবচেয়ে বেশি, মোট ১৮ বার আইপিএলে শূন্য রানে ফিরেছেন



কার্তিক পেরিয়ে গেলেন আরসিবি সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলকে



ম্যাক্সওয়েল আইপিএলে মোট ১৭ বার শূন্য করে ফিরেছেন



মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যানও রয়েছেন লজ্জার এই তালিকায়



ম্যাক্সওয়েলের মতো রোহিতও ১৭ বার শূন্য করে আউট হয়েছেন আইপিএলে



তালিকায় চার নম্বরে পীযূষ চাওলা



লেগস্পিনার ব্যাট হাতে ১৬ বার আইপিএলে শূন্য করে আউট হয়েছেন



চলতি আইপিএলে বিধ্বংসী ফর্মে থাকা সুনীল নারাইন মুম্বই ম্যাচে বুমরার বলে ০ রানে বোল্ড হন



নারাইনও ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন