সদ্যই ধনশ্রী বর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
ABP Ananda

সদ্যই ধনশ্রী বর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।



তবে সরকারিভাবে দুইজনের ছাড়াছাড়ি হওয়ার আগে থেকেই চাহালের নতুন সম্পর্কের কানাঘুষো শোনা যাচ্ছি।
ABP Ananda

তবে সরকারিভাবে দুইজনের ছাড়াছাড়ি হওয়ার আগে থেকেই চাহালের নতুন সম্পর্কের কানাঘুষো শোনা যাচ্ছি।



আরজে  মাহভাশের সঙ্গে চাহালকে বড়দিন পালন করতে দেখা যায়।
ABP Ananda

আরজে মাহভাশের সঙ্গে চাহালকে বড়দিন পালন করতে দেখা যায়।



দুইজনকে সম্প্রতি দুবাইয়ে একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও দেখা গিয়েছিল।
ABP Ananda

দুইজনকে সম্প্রতি দুবাইয়ে একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও দেখা গিয়েছিল।



ABP Ananda

সম্প্রতি হার্দিক পাণ্ড্যর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে চাহালের সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায়।



ABP Ananda

হার্দিক পাণ্ড্য সেই ভিডিওতে কার্যত চাহাল ও মাহভাশের সম্পর্কের কানাঘুষোতে সিলমোহর দেন।



ABP Ananda

পাণ্ড্যর দাবি অনুযায়ী চাহাল বর্তমানে মানসিকভাবে অনেক ভাল জায়গায় রয়েছেন।



ABP Ananda

হার্দিক মাহভাশকে চাহালের জীবনে আনন্দ ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতাও জানান।



ABP Ananda

তবে এই ভিডিও ভুয়ো বলেই জানিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি AI দিয়ে তৈরি।



ABP Ananda

মাহভাশও দুইজনের সম্পর্কের জল্পনায় জল ঢেলে দাবি করেছেন যে গোটা বিষয়টাই রটানো হচ্ছে এবং পুরোটাই মিথ্যে।