সদ্যই ধনশ্রী বর্মার সঙ্গে যুজবেন্দ্র চাহালের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে।



তবে সরকারিভাবে দুইজনের ছাড়াছাড়ি হওয়ার আগে থেকেই চাহালের নতুন সম্পর্কের কানাঘুষো শোনা যাচ্ছি।



আরজে মাহভাশের সঙ্গে চাহালকে বড়দিন পালন করতে দেখা যায়।



দুইজনকে সম্প্রতি দুবাইয়ে একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতেও দেখা গিয়েছিল।



সম্প্রতি হার্দিক পাণ্ড্যর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে চাহালের সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায়।



হার্দিক পাণ্ড্য সেই ভিডিওতে কার্যত চাহাল ও মাহভাশের সম্পর্কের কানাঘুষোতে সিলমোহর দেন।



পাণ্ড্যর দাবি অনুযায়ী চাহাল বর্তমানে মানসিকভাবে অনেক ভাল জায়গায় রয়েছেন।



হার্দিক মাহভাশকে চাহালের জীবনে আনন্দ ফিরিয়ে আনার জন্য কৃতজ্ঞতাও জানান।



তবে এই ভিডিও ভুয়ো বলেই জানিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি AI দিয়ে তৈরি।



মাহভাশও দুইজনের সম্পর্কের জল্পনায় জল ঢেলে দাবি করেছেন যে গোটা বিষয়টাই রটানো হচ্ছে এবং পুরোটাই মিথ্যে।