আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাচ্ছে না ইরফান পাঠানকে
গত আইপিএলেও ইরফানের ধারাভাষ্য বেশ জনপ্রিয় হয়েছিল
শোনা যাচ্ছে, শাস্তি হিসাবেই ইরফান পাঠানকে ধারাভাষ্যকারদের তালিকায় রাখা হয়নি
শোনা যাচ্ছে, পাঠানের নামে বোর্ডের কাছে অভিযোগ জমা পড়েছিল
অভিযোগ, ধারাভাষ্যের সময় কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে টানা বিষোদগার করছিলেন ইরফান
একজন ক্রিকেটার ক্ষুব্ধ হয়ে পাঠানের ফোন নম্বর ব্লক করে দিয়েছেন বলেও খবর
ক্রিকেটারদের অভিযোগ পেয়েই পাঠানকে আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে রাখা হয়নি বলে খবর
অতীতে একই কারণে সঞ্জয় মঞ্জরেকরকেও ছেঁটে ফেলেছিল ভারতীয় বোর্ড
ধারাভাষ্য থেকে বাদ পড়ে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন পাঠান
পাঠানের ওপর থেকে অলিখিত নির্বাসন কবে তোলা হবে, অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা