এবার কী কারণে বাদ বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ?
abp live

এবার কী কারণে বাদ বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ?

Published by: ABP Ananda
বর্তমানে আইপিএল খেলতে ব্যস্ত সিংহভাগ ভারতীয় ক্রিকেটার।
abp live

বর্তমানে আইপিএল খেলতে ব্যস্ত সিংহভাগ ভারতীয় ক্রিকেটার।

আইপিএল খেলছেন ঈশান কিষাণও। সানরাইজার্সের হয়ে ইতিমধ্যেই শতরানও করে ফেলেছেন তিনি।
abp live

আইপিএল খেলছেন ঈশান কিষাণও। সানরাইজার্সের হয়ে ইতিমধ্যেই শতরানও করে ফেলেছেন তিনি।

তবে আইপিএলের মাঝেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি নিয়েও চর্চা চলছে।
abp live

তবে আইপিএলের মাঝেই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি নিয়েও চর্চা চলছে।

abp live

এবারে বিসিসিআই চুক্তির আগে ঈশান কিষাণকে নিয়ে চর্চা রয়েছে। অতীতে বাদ পড়ার পর তিনি কি এবার চুক্তির আওতায় আসবেন?

abp live

বর্তমান যা খবর তাতে, উত্তর খানিকটা নেতিবাচকই। কারণ ইশানের ফিটনেস।

abp live

বিসিসিআই চুক্তির আওতায় ক্রিকেটারদের আনার আগে তাঁদের ফিটনেস টেস্ট নেয় এবং সেখানেই নাকি ব্যর্থ হয়েছেন ঈশান।

abp live

শোনা যাচ্ছে আইপিএলের আগে এনসিএ-তে বহু ক্রিকেটারকে ফিটনেস টেস্টের জন্য ডেকেছিল বিসিসিআই।

abp live

সেখানে ইয়ো ইয়ো টেস্টে ঈশান রিপোর্ট অনুযায়ী নাকি মাত্র ১৫.২ স্কোর করেছেন যা কাঙ্খিত ১৬.৫ থেকে অনেকটা কম।

abp live

যেহেতু দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেননি ঈশান, তাই তাঁর চুক্তি থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।