ব্যাটিং বিপর্যয়

আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটিং ভরাডুবিতে বিরাট হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

ব্যাটিং ধস

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪ ওভারে মাত্র ৯৫/৯ স্কোরে আটকে যায় আরসিবি

লজ্জার রেকর্ড

ঘরের মাঠে এটা আরসিবি-র ৪৬তম হার, আইপিএলের কোনও দল ঘরের মাঠে এত ম্যাচ হারেনি

হারের হ্যাটট্রিক

চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি আইপিএলে তিন ম্যাচ খেলে তিনটিতেই হার আরসিবির

ব্যতিক্রমী কাণ্ড

চলতি আইপিএলে আরসিবি-ই একমাত্র দল যারা ঘরের মাঠে কোনও ম্যাচ জিততে পারেনি

কাঠগড়ায় ব্যাটিং

আরিসিবি-র হারের পর দলের ব্যাটিংকে দুষেছেন অধিনায়ক রজত পাতিদার

নিশানায় কোহলি?

নাম না করে কোহলি সহ গোটা ব্যাটিং বিভাগেরই তীব্র সমালোচনা করেছেন পাতিদার

অশান্তির আঁচ?

এর আগে কোহলির বিরুদ্ধে মাঠে পাতিদারকে সিদ্ধান্ত নিতে না দেওয়ার অভিযোগ উঠেছিল

অধিনায়কের জবাব?

পাতিদার কী কড়া মন্তব্যে বুঝিয়ে দিলেন যে, তিনিই এই দলের বস?

কোহলিকে নিয়ে জল্পনা

কোহলি কোনও প্রতিক্রিয়া দেননি, ব্যাট হাতেই কি দেবেন জবাব? (ছবি - পিটিআই)