কথায় আছে বড় ম্যাচে বড় খেলোয়াড়রা পারফর্ম করেন। শুক্রবারও তেমনই হল।



গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অনবদ্য ৮১ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।



এই ইনিংসের সুবাদেই 'হিটম্যান' ভারতীয় হিসাবে এক অনন্য নজির গড়েন।



নিজের ৮১ রানের ইনিংসে চারটি ছক্কা মারেন রোহিত।



এর মধ্যে রশিদ খানের বিরুদ্ধে দ্বিতীয় ছক্কাটি আইপিএলে তাঁর ৩০০তম ছয় ছিল।



আর কোনও ভারতীয় ক্রিকেটার আইপিএলে এতগুলি ছক্কা মারেননি।



সর্বকালীন ছক্কা হাঁকানোর তালিকায় ক্রিস গেলের পরেই তিনি দ্বিতীয় স্থানে।



এই ইনিংসের সুবাদেই রোহিত মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে আইপিএলে সাত হাজার রানের গণ্ডিও পার করে ফেলেন।



আইপিএলে ২৭১ ম্যাচে মোট ৭০৩৮ রান করেছেন রোহিত।



রোহিতের এই ইনিংসে ভর করেই মুম্বই ২২৮ রানের বিরাট রান তোলে।