গোটা মরশুমে দুরন্ত ক্রিকেট খেলার পরেও অল্পের জন্য় তৃতীয় স্থানে শেষ করে গুজরাত টাইটান্স।



শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল এলিমিনেটরে ২০ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।



টাইটান্সের পরাজয়ের পরেই স্ট্যান্ডে এক তরুণীর হাপুস নয়নে কান্না সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়।



সেই মেয়েটি আর কেউ নন, শুভমন গিলের দিদি শেহনীল গিল।



গোটা আইপিএল জুড়েই ভাইয়ের দলের হয়ে গলা ফাটাতে মাঠে বারংবার দেখা গিয়েছে শেহনীলকে।



নবনিযুক্ত ভারতীয় টেস্ট অধিনায়কের বোন সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাতও বটে।



শেহনীলের ইনস্টাগ্রামে চার লক্ষ্যেরও বেশি ফলোয়ার রয়েছে।



তবে পেশাগতভাবে তিনি একজন কর্পোরেট কর্মী।



তবে ইতিমধ্যেই শেহনীল কিন্তু নিজের রূপে নেটিজেনদের মন জিতে নিয়েছেন।



তাঁর জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স সংখ্যাও।