চলতি আইপিএলে যেন পুনর্জন্ম হয়েছে সুনীল নারাইনের



কেকেআর তারকা ব্যাট হাতে ঝড় তুলছেন



সঙ্গে বল হাতেও নিচ্ছেন গুরুত্বপূর্ণ উইকেট, করছেন কৃপণ বোলিং



রবিবার লখনউয়ের বিরুদ্ধে ইনিংস ওপেন করে ৩৯ বলে ৮১ রান করলেন নারাইন



পরে বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে নিলেন ১ উইকেট



ম্যাচের সেরাও হয়েছেন নারাইন



মোট ১৫ বার ম্য়াচের সেরা হয়ে স্পর্শ করলেন রাসেলের নজির, কেকেআরের হয়ে দুজনই ১৫ বার করে ম্যাচের সেরা হয়েছেন



রবীন্দ্র জাডেজা ও ডোয়েন ব্র্যাভোর পর তৃতীয় ক্রিকেটার হিসাবে আরও একটি নজির গড়লেন নারাইন



তৃতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ১৫০০ রান ও দেড়শো উইকেট পূর্ণ করেছেন ক্যারিবিয়ান তারকা



১১ ম্যাচে ৪৬১ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন নারাইন (ছবি - পিটিআই)