১২ বছর পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে জিতল কেকেআর



কলকাতা নাইট রাইডার্সের সেই জয়ের নেপথ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মগজাস্ত্র!



আইপিএলে শাহরুখ খানের দলের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ



শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকোর জেতাতে বড় ভূমিকা নেন বেঙ্কটেশ আইয়ার



৫২ বলে ৭০ রান করেন কেকেআর তারকা



বেঙ্কিকেই ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে



ম্যাচের পর বেঙ্কটেশ জানান, তিনি সৌরভের বড় ভক্ত



সৌরভের কাছে স্টান্স ও ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে জানতে চেয়েছিলেন বেঙ্কটেশ



সেই পরামর্শ কাজে লাগিয়েই তিনি সফল বলে জানিয়েছেন নাইট তারকা



পুরনো দলের জয়ের নেপথ্যে তাই রয়েছে সৌরভের অবদানও