২০১৬ আইপিএল জয় সানরাইজার্স মোট আটবার প্লে অফে পৌঁছেছে ২০০৮ সালের আইপিএল জয়ী রাজস্থান মাত্র তিনবার এরপর প্লে অফে পৌঁছেছে একবারও আইপিএল জিততে না পারলেও আরসিবি আটবার প্লে অফে পৌঁছেছে একবারও ট্রফি জেতেনি পাঞ্জাবও, তাঁরা মাত্র ২ বার প্লে অফে পৌঁছেছে ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই মোট ১০ বার প্লে অফে পৌঁছেছে অভিষেকের পর এটা তৃতীয় মরশুম লখনউয়ের, শুরুর দুটো মরশুমেই প্লে অফে খেলেছে তারা শুধু প্লে অফে পৌঁছানোই নয়, অভিষেক মরশুমে ২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত টাইটান্স ২ বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর সাতবার প্লে অফে পৌঁছেছিল পাঁচবারের খেতাব জয়ী সিএসকে মোট ১২ বার প্লে অফে পৌঁছেছে আইপিএল জিততে না পারলেও এখনও পর্যন্ত ৬ বার প্লে অফে খেলেছে দিল্লি ক্যাপিটালস