একদা মডেল তথা প্রাক্তন বান্ধবী হিসাবে পরিচিত তানিয়া সিংহের মৃত্য়ুতে তাঁর নাম জড়িয়েছিল।



সেই জেরে অভিষেকের কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল।



সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতের হয়ে শতরান হাঁকানো থেকে সানরাইজার্সের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছেন অভিষেক শর্মা।



চলতি আইপিএলে তাঁর ফর্ম খুব একটা ভাল ছিল না। তবে অভিষেকের কাছে কামব্যাকটা নতুন কিছু নয়।



শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলে সকলের নজর কেড়ে নেন অভিষেক শর্মা।



২৪৬ রান তাড়া করতে নেমে ১৪১ রানের ইনিংস খেলেন তিনি।



আইপিএলে কোনও ভারতীয় এটাই সর্বোচ্চ স্কোর।



শোনা যাচ্ছে অভিষেক বর্তমানে লয়লা ফয়জ়ল নামে এক মডেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ফ্যাশান ডিজাইনারকে ডেট করছেন।



২৪ বছরের লয়লা মনোবিদ্যা নিয়ে লন্ডনে পড়াশোনা শেষ করেন।



ফ্যাশন ডিজ়াইনিংয়ের পাশাপাশি ‘মার্কেটিং অ্যান্ড স্টাইলিং’-এ প্রশিক্ষণ নেওয়া লয়লা নিজের পোশাকের সংস্থাও খোলেন।



এই লয়লার সঙ্গেই অভিষেককে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। তবে দুইজনে কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।