উত্তরসূরি কে?

ঋষভ পন্থ গত আইপিএলেও ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক, এবার তিনি অন্য দলে, তাঁর জায়গায় দিল্লির ক্যাপ্টেন কে?

ব্রাত্যজন

পন্থের সঙ্গে মতানৈক্যের কারণেই তিনি দিল্লি ছেড়েছেন বলে খবর, আইপিএলে খেলবেন লখনউ দলে

দৌড়ে রাহুল

কে এল রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, তিনি রয়েছেন অধিনায়ক হওয়ার দৌড়েও

বিকল্প হতে পারেন?

রাহুল গত মরশুমে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক

দৌড়ে RCB প্রাক্তনী

গত মরশুমে আইপিএলের অধিনায়ক ছিলেন ফাফ ডুপ্লেসি

রাখেনি আরসিবি

ডুপ্লেসিকে রিটেন করেনি আরসিবি, এবার তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসে

দৌড়ে প্রোটিয়া

দক্ষিণ আফ্রিকার তারকা দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন

চমকের অপেক্ষা?

অনেকে মনে করছেন, অধিনায়ক হিসাবে অক্ষর পটেলকে বেছে নিয়ে চমক দিতে পারে দিল্লি ক্যাপিটালস

দলের সম্পদ

অলরাউন্ডার অক্ষর রয়েছেন দুরন্ত ছন্দে, দিল্লির অন্যতম সেরা অস্ত্রও তিনি

তুরুপের তাস

অক্ষরকে অধিনায়ক হিসাবে ধরে নকশা সাজাতে পারে দিল্লি ক্যাপিটালস