এতদিন আইপিএল ফ্রি-তেই দেখার সুবিধা দিত জিও সিনেমা
তবে এবার থেকে আইপিএলের লাইভ স্ট্রিমিং দেখার জন্য খসতে চলেছে গ্যাঁটের কড়ি
সম্প্রতি জিওর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে হটস্টার
১৪ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে জিওহটস্টার নামে পথ চলা শুরু হল
জিওহটস্টার সাবস্ক্রিপশনের জন্য একাধিক প্ল্যান এনেছে সংস্থা
৩ মাসের সাবস্ক্রিপশনের খরচ ১৪৯ টাকা, সেটাই ন্যূনতম
এই প্ল্যান নিলে শুধু একটি ডিভাইসেই দেখতে পারবেন আইপিএল
তিন মাসে ২৯৯ টাকার একটি সাবস্ক্রিপশন প্ল্যানও এনেছে জিওহটস্টার
এই প্ল্যানে ডিভাইস সংখ্যা ২, অর্থাৎ দুটি ডিভাইসে দেখা যাবে আইপিএল
মাসে ২৯৯ টাকার প্ল্যান নিলে ৪টি ডিভাইসে দেখা যাবে আইপিএল