দুঃস্বপ্নের আইপিএল

আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা

৫ ম্যাচে মোটে ৫৬!

আইপিএলের পাঁচ ম্যাচে রোহিতের রান যথাক্রমে ০, ৮, ১৩, ১৭ ও ১৮

ব্যর্থতার দৌড়

রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও ব্যাট হাতে ব্যর্থ হিটম্যান

ক্ষোভের মুখে

রোহিতের টানা ব্যর্থতায় চূড়ান্ত হতাশ তাঁর অসংখ্য অনুরাগী ও ভক্তরা

কাঠগড়ায় হিটম্যান

ভক্তরা রোহিতকে আক্রমণ করছেন সোশ্যাল মিডিয়ায়

মানসিকতা নিয়ে প্রশ্ন

সমর্থকদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আইপিএল নিয়ে ছিনিমিনি খেলছেন রোহিত

ভক্তদের আঘাত!

সমর্থকদের অনেকের মনে হচ্ছে, অনুরাগীদের আবেগ ভেঙে দিচ্ছেন রোহিত, করছেন আঘাত

ব্যর্থতাই অভ্যেস!

এক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রোহিত টানা ব্যর্থ হলেও আর জলঘোলা হয় না কারণ এটাই এখন স্বাভাবিক হয়ে গিয়েছে

বিরাট-তুলনা

বলা হচ্ছে, বিরাট কোহলি নিজের উইকেটের মূল্য বুঝলেও রোহিতের মানসিকতা এখনও গতানুগতিক

কবে ফিরবে রান?

চলতি আইপিএলে কবে রান পান রোহিত, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা (ছবি - পিটিআই ও আইএএনএস)