হাতেগোনা যে কয়টি ফ্র্যাঞ্চাইজি এখনও নিজেদের অধিনায়ক ঘোষণা করেনি, তাঁদের মধ্যে কেকেআর অন্যতম।



কেকেআরের অধিনায়ক হওয়ার বিষয়ে নিজের আগ্রহ কিন্তু স্পষ্টই প্রকাশ করলেন তারকা অলরাউন্ডার।



কে সেই তারকা? তিনি আর কেউ নন, বেঙ্কটেশ আইয়ার।



বেঙ্কটেশ প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোনওদিনও অধিনায়কত্ব না করলেও, তাঁর মতে তিনি প্রস্তুত।



বেঙ্কটেশ জানান অধিনায়ক তাঁর কাছে কেবল একটা ট্যাগ। তিনি নেতৃত্বে বিশ্বাসী।



মধ্যপ্রদেশের নেতা না হলেও, বেঙ্কটেশের দাবি তাঁর কথা দলে গুরুত্ব পায়।



তিনি সবসময়ই নিজের মতামত দিতে ভালওবাসেন এবং অপরের মতামত গ্রহণ করতেও তাঁর আপত্তি নেই।



তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন নেতৃত্বের সুযোগ এলে তিনি প্রস্তুত।



তারকা অলরাউন্ডার ২০২১ সাল থেকে কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন।



২৩.৭৫ কোটি টাকায় কেনা বেঙ্কটেশই এবার কেকেআর অধিনায়ক হন কি না, সেটাই দেখার।