ডিভোর্স নিয়ে জল্পনা

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিচ্ছেদ হতে চলেছে বলে জোর জল্পনা

আলাদা থাকছেন?

কারও কারও মতে, চাহাল ও ধনশ্রী এখন আলাদা থাকছেন

নেই একত্রে ছবি

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দুজনের একসঙ্গে ছবি দেখা যায়নি

অর্থবহ পোস্ট

সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন যুজবেন্দ্র চাহাল

ঈশ্বরকে ধন্যবাদ

জীবনে অসংখ্যবার তাঁকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ভগবানকে কৃতজ্ঞতা জানিয়েছেন চাহাল

কঠিন সময়ে পাশে কে?

চাহাল জানিয়েছেন, জীবনের চড়াই-উতরাইয়ে পাশে পেয়েছেন ঈশ্বরকে

নীরব জুটি

তবে বিচ্ছেদ নিয়ে চাহাল বা ধনশ্রী নিজেরা কিছুই বলেননি

ঘনিষ্ঠরা কী বলছেন

দম্পতির ঘনিষ্ঠরা জানিয়েছেন, দুজনে বেশ কয়েকমাস আলাদা থাকছেন

মাঠেও গরহাজির

আগে নিয়মিত ম্যাচ দেখতে যেতেন, তবে ক্রিকেট মাঠেও আর দেখা যাচ্ছে না ধনশ্রীকে

কৌতূহল নিরসন কবে?

ভক্তরা চাইছেন, নীরবতা ভেঙে অন্ততপক্ষে সত্যিটা প্রকাশ্যে আনুক চাহাল-ধনশ্রী